নিজস্ব প্রতিবেদক: গণপরিবহনে অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না স্বীকার করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতির উন্নতির জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদার করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে, মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘গত ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী গণপরিবহন আগের ভাড়ায় ফিরেছে। গত দু’দিনে অনেক পরিবহন নিয়ম মেনে চলেছে, আবার কিছু কিছু পরিবহনের বিরুদ্ধে অভিযোগও পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে ৩১৫টি মামলা দায়ের করা হয়েছে। জেলা ও উপজেলা ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করছেন। পুলিশ বাহিনীর সদস্যরা যথেষ্ট সহযোগিতা করছে। এই অভিযান আরও জোরদার করা হবে।’
তিনি বলেন, ‘অনেক পরিবহনে ড্রাইভার হেলপারসহ অনেকেই মাস্ক পরেন না। তারা কোনো বিধিনিষেধ মানেন না। কিছু ড্রাইভার হেলপার মাস্ক পরেন যেন কোনোরকম ঝুলিয়ে রেখেছেন। তাদের অবশ্যই ভালোভাবে মাস্ক পরতে হবে। তা না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ক্যারিশমা- দেশকে দুর্নীতিতে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন করা। তার ক্যারিশমা- ২১শে আগস্ট ঘটিয়ে জজ মিয়া নাটক তৈরি করা। বিএনপি ক্ষমতায় থাকতে ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করে। ফলে ভারতের কাছ থেকে তারা কিছুই আদায় করতে পারেনি।’