হাসনাত তুহিন
দেশে চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনকালে নিরাপত্তা ও সুরক্ষা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।
এক বিবৃতিতে বিএমএসএফের কেন্দ্রিয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ দাবি করেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর সাথে সম্পৃক্ত সকল জেলা, উপজেলা এবং মহানগরে কর্মরত সাংবাদিকবৃন্দ ঝুঁকিপূর্ন সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নিরাপত্তামূলক পোশাক এবং প্রয়োজনীয় উপকরন যেমন ক্যামেরা,
প্রেস কোর্ট ইত্যাদি নিজ দায়িত্বে ব্যবহার ও সংরক্ষণ করবেন। পেশাগত দায়িত্ব পালনকালিন হামলা বা কোনো প্রকার দূর্ঘটনার শিকার হলে অবশ্যই সাথে সাথে স্থানীয় থানা এবং কেন্দ্রীয় বিএমএসএফ কে অবহিত করবেন।
সম্প্রতি দেশের বিভিন্নস্থানে বেশ ক'জন সাংবাদিক পেশাগত দায়িত্বপালনকালে নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) উদ্বেগ প্রকাশ করেন।
চলমান পরিস্থিতিতে সাংবাদিকদের নিরাপত্তামূলক পোশাক এবং প্রয়োজনীয় উপকরন যেমন ক্যামেরা প্রেস কোর্ট ইত্যাদি নিজ দায়িত্বে ব্যবহার ও সংরক্ষণ করবেন।
আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি বিএমএসএফের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হয় যে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যাতে কোথাও কোনো সাংবাদিক নির্যাতনের শিকার না হন সে দিকে সকলকে সুদৃষ্টি রাখতে অনুরোধ করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy