ডেস্কঃ
গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা বিগত চার দিনের তুলনায় ভাল বলে জানিয়েছেন তার গণমাধ্যম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম মিন্টু। ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসক অধ্যাপক ডা. নাজিম মোহাম্মদ এর বরাত দিয়ে তিনি বলেন, ডা. জাফরুল্লাহ ফুসফুসের ইনফেকশনে আক্রান্ত ছিলেন, এজন্য বুকে কফ জমেছিল। তবে মঙ্গলবার থেকে সেটি কমতে শুরু করেছে। তাছাড়া অক্সিজেনও সার্বক্ষণিকভাবে লাগছে না। অক্সিজেন ছাড়াই তিনি স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন। তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy