ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারী চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে সাবিনা (৪০) নামে একজন মহিলা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। অপর ২ জন পুরুষ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে ভর্তি করা হয়েছে। ঘটনাটি শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার পাইথল ইউনিয়নের পিঠাগুড়ি ব্রীজের উত্তর পাশে ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালভর এলাকার মৃত ফজলুল হকের স্ত্রী, তিন সন্তানের জননী সাবিনা শনিবার সকালে বাজার করার জন্য বাড়ি থেকে ব্যাটারী চালিত অটোরিকশায় যোগে গয়েশপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথে পিঠাগুড়ি এলাকায় ব্রীজের মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই মহিলা যাত্রী সাবিনা নিহত ও অপর ২ জন পুরুষ যাত্রী গুরুত্বর আহত হয়। আহতরা হলেন- সাইফুল ইসলাম (৪৫) ও আবদুল লতিফ (৫০)। এ ঘটনার পর থেকেই অটোরিকশায় ড্রাইভার পলাতক রয়েছে।
পাগলা থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy