বাগেহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত মা-বাবার কোলের মধ্য থেকে ১৭ দিন বয়সী এক শিশুকে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রবিবার দিবগত রাত ১টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে।
থানার ওসি মো. মনিরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন। রাত ৩টা থেকেই ঘটনাস্থলে রয়েছে পুলিশ। শিশুটির সন্ধানে তারা কাজ করছে।
চুরি হওয়া শিশুর বাবা পেশাদার জেলে সুজন খান বলেন, রাত ১টার দিকে জেগে দেখি মেয়ে বিছানায় নেই।
শিশু সানজিদার মা শান্তা আক্তার বলেন, রাত ১১টার দিকে মেয়েকে বিছানায় শুইয়ে আমার আচল তার শরীরের ওপর দিয়ে ঘুমিয়ে পড়ি। ১টার দিকে জেগে দেখি মেয়ে নেই। তার বালিশটি খাটের নীচে পড়ে আছে। ঘরের দরজাগুলো খোলা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy