কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগরে মেহেদী হাসান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী বন্ধদের সাথে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন। ঘটনার প্রায় ৫ ঘন্টা পর থানাপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রবিবার বিকেল সোয়া ৫টায় লাশ উদ্ধার করেছে। মেহেদি উপজেলার বাহাদুরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
পারবিারিক সুত্রের বরাদ দিয়ে রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান,এদিন দুপুরে মেহেদি হাসান তার সাতজন বন্ধুদের সাথে ছোট যমুনা নদীর কাশিমপুর রাজবাড়ি এলাকায় গোসল করতে নামে। এসময় সাথে থাকা বন্ধুরা গোসল শেষে নদী থেকে ওঠে আসলেও মেহেনি আর ওঠে আসতে পারেনি। পরে থানাপুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস এবং এলাকাবাসীর সহায়তায় বিকেল প্রায় সোয়া ৫টা নাগাদ নদী থেকে লাশ উদ্ধার করে। মেহেদি নওগাঁ সায়েমউদ্দিন মেমোরিয়াল স্কুলের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলো বলে জানাগেছে।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,পরিবারের কোন অভিযোগ না থাকলে একটি ইউডি মামলা দায়ের করে লাশ হস্তান্তর করা হবে। আর যদি অভিযোগ পাই তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy