উম্মে হান্না লিয়া,গলাচিপা, পটুয়াখালী::
পটুয়াখালী র্যাব-৮ সিপিসি-১ গলাচিপা থানার বটতলা বাজার এলাকায় অভিয়ান চালিয়ে সরকার কতৃক নিষিদ্ধ ঘোষিত ০১ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে ꫰
বুধবার (০২ সেপ্টেম্বর ২০২০ইং) বেলা এগারোটার দিকে এ অভিযান চালানো হয় ꫰
এসময় পলিথিন ব্যবসার সাথে জড়িত মোঃ নুরুজ্জামান (৩৮), পিতা-মৃত রুস্তম আলী, সাং-কলাগাছিয়া, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে আটক করা হয়।
এবং স্থানীয় বাজারের লোকজনের কাছে জিজ্ঞাসাবাদ করে পলাতক ১। কাজল দেবনাথ, পিতা-হরেকৃষ্ণ দেবনাথ, সাং-পাতাবুনিয়া, ৬নং ওয়ার্ড, ও ২। শংকর দেবনাথ, পিতা-মনোরঞ্জন দেবনাথ, সাং-সৈয়দকাঠি ৬নং ওয়ার্ড, থানা-গলাচিপাদের দোকান থেকেও বিপুল পরিমান নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার করা হয়।
এব্যাপারে পটুয়াখালী র্যাব-৮ ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান জানান, এসময় পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী বায়োকেমিস্ট মোঃ মুনতাছির রহমান উপস্থিত ছিলেন ꫰ ধৃত আসামীদের বিরুদ্ধে নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার জন্য র্যাব-৮ সিপিসি-১ সহযোগিতায় গলাচিপা থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ সংশোধিত ২০১০ এর ৬(ক) ধারায় একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..