উম্মে হান্না লিয়া,গলাচিপা,পটুয়াখালী
পগলাচিপা উপজেলার ডাকুয়া ও চিকনিকান্দী ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত দুইশত অসহায় হত দরিদ্র মানুষের মাঝে পিচ ওইন্ডস জাপান (পিডব্লিউজে) এর সহযোগিতায় ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (ডিসিএইচটি) এর আয়োজনে প্রয়োজনীয় দ্রব্যাদি ও করোনা প্রতিরোধে ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয়। বুধবার সকাল ১০ টায় ডাকুয়া ইউনিয়নের আটখালী মাধ্যমিক বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (ডিসিএইচটি) এর প্রকল্প ম্যানেজার রনজিৎ হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার সাদিয়া সামাদ মৌ, ডাঃ মোঃ নাজমুল হোসেন, গলাচিপা প্রকল্প অফিসার মোঃ হাসানুজ্জামান রতন, সুমাইয়া আক্তার, রিয়াদ আহম্মেদ, সেলিম হোসেন, মনোয়ার হোসেন সাইদুল, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি দিলীপ নারায়ন এবং আটখালী মাধ্যমিক বিদ্যালযের সহকারী শিক্ষক মোঃ মোস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় করোনা প্রতিরোধের বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদির ছিল, চাল ১০ কেজি, আলু ৪ কেজি, ডাল ২ কেজি , তৈল ১ লিটার, ত্রিপল ১টি, মাছ ধরার জাল ১টি,
বিস্কুট ৪ প্যাকেট, খাবার স্যালাইন ৫ প্যাকেট, সাবান ২টি ও ১টি মাস্ক। অসহায় জনসাধারনের মাঝে এসব প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি আশিষ কুমার বলেন, সরকারের তহবিলে পর্যাপ্ত পরিমানে ত্রাণ আছে। হত দরিদ্রদের জন্য সরকার ব্যাপক পরিমানে ত্রাণ দিচ্ছে, পাশাপাশি এনজিও গুলো দরিদ্রদের পাশে থেকে বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করায়,অসহায় ও দরিদ্র মানুষ গুলো যেন শত অন্ধকারের মাঝে ও একটু আলোর দিশা খুজেঁ পাচ্ছে।তারা মনে হয় একটু হলেও স্বস্তি ও প্রান ফিরে পাচ্ছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..