উম্মে হান্না লিয়া,গলাচিপা,পটুয়াখালীঃ
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ৬নং ডাকুয়া ইউনিয়নের তেতুলতলা বাজার সংলগ্ন মহাসড়ক আজ নদী ভাঙ্গনের কবলে। প্রাকৃতিক এই বিপর্যয়ে হুমকির সম্মুখীন হবে হাজারো সাধারন মানুষ।এই বড় রাস্তাটি ভেঙ্গে গেলে প্লাবিত হবে ডাকুয়া ইউনিয়ন এবং সড়ক পথ বিছিন্ন হবে, ধরান্দি বাজার, চিকনীকান্দী বাজার,দশমিনা উপজেলা,কালাইয়া বাজার, বাউফল উপজেলা ও পটুয়াখালী জেলার সাথে সড়ক যোগাযোগ বিছিন্ন হবে।একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল, কমিউনিটি ক্লিনিক, ডাকুয়া ইউনিয়ন পরিষদ সহ কয়েক হাজার মানুষের জীবন হুমকির মুখে। ইতিমধ্যে পাঁচ শতাধিক পরিবার তাদের ভিটামাটি নদী ভাঙ্গনে হারিয়েছে। হারিয়ে যাচ্ছে প্রায় ২০০ বছরের পুরানো জমিদার বাড়ি , কমিউনিটি ক্লিনিক সরকারি প্রাইমারি, মাধ্যমিক বিদ্যালয় সহ বুহুমুখি স্থাপনা,তেতুলতলা বজারও নদী গর্ভের গ্রাসের হুমকির মুখে। প্রতিবছরই এখানে মেরামতের জন্য কয়েক লাখ টাকা করে খরচ করা হয়( বর্তমানে চলমান আছে) কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।
তাছাড়া বর্তমানে যে কাজটি চলছে সেটাও ত্রুটিপূর্ণ এবং কিছু লোকেদের পকেট ভারী হয়। রাস্তার পাড় থেকে মাটি কেটে দেওয়া হচ্ছে । সামান্য জলোচ্ছ্বাস হলেই মাটি ভেঙে পড়ে যায় আবার মাটি দেওয়া হয়।
তেতুল তলা নদী ভাঙ্গন রোধে টেকসই ভেড়িবাঁধ পাথরের পাইলিন স্থাপনের জন্য ডাকুয়া ইউনিয়নের মানুষের প্রানের দাবি।