রানা,পটুয়াখালী, প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হরিদেবপুরে জমি ক্রয়ের জেরে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে থানায় অভিযোগ করায় বাদীর বাড়িতে দ্বিতীয় বার হামলা চালিয়ে বসতঘর ভাংচুর, নগত টাকা, স্বর্নলংকার লুট ও নারীকে শ্লীলতাহানির ঘটনায় তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।এঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে দ্বিতীয় বারের মতো নিকটস্থ গলাচিপা অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি গত (১৭-সেপ্টেম্ব-২০২১ ইং) তারিখ বিকেল ৫ টার সময় প্রথম হামলায় ২ জন আহত এবং দ্বিতীয় হামলা গত(১৮-সেপ্টেম্বর-২০২১ ইং) তারিখ সন্ধ্যাকালীন সময় আনুমানিক ৬ টার দিকে ঘটে। এঘটনায় গলাচিপা থানায় প্রথম অভিযোগ ১৭’সেপ্টম্বর ও ২০’সেপ্টেম্বর দ্বিতীয় অভিযোগ করা হয়েছে।
হামলায় আহতরা হলেন, (১). সরোয়ার মুসলমান (৬৩), পিতাঃ মৃত আকুব আলী, (২). রওশনয়ারা বেগম (৫০), স্বামীঃ সরোয়ার মুসলমান, (৩). বশির মুসলমান (৩৫), পিতাঃ সরোয়ার মুসলমান।আহতদের প্রথমে গলাচিপা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় অবস্থা গুরুত্বর হওয়ায় পরের দিন কর্তব্যরত চিকিৎসক পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন।বর্তমানে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন আহতরা।
অভিযোগ সুত্রে জানাগেছে, উভয় পক্ষ একই এলাকায় পাশাপাশি বসবাস করে, তাদের মধ্যে জমিজমার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ বিদ্যমান রয়েছে। এবিষয় নিয়ে প্রতিপক্ষ হামলা চালিয়ে ৩ জনকে আহত ও বসতবাড়ি কুপিয়ে নারীর লজ্জাশ্লীলতাহানির ঘটনা ঘটায়। এছাড়াও ঘরের আসবাবপত্র ভাংচুর করে স্বর্নলংকার, নগদ টাকা পয়সা লুট করে নিয়ে যায়। হামলাকারীরা হলো, (১). মোস্তফা প্যাদা (৪০), পিতাঃ মৃত অয়েজ উদ্দিন প্যাদা, (২). খলিল প্যাদা (৩৫), পিতাঃ মৃত ছয়েজ উদ্দিন প্যাদা, (৩). জাহিদুল প্যাদা (২০), পিতাঃ মোস্তফা প্যাদা, (৪). রিমন মুসলমান (১৮), পিতাঃ কালাম মুসলমান, (৫).রেখা বেগম (২৭), স্বামীঃআবুল কালাম, (৬).জাহানারা বেগম (৩৫), স্বামীঃ মোস্তফা প্যাদা।
এবিষয়ে আহতরা বলেন, পুর্বে একটা জমি ক্রয়ের বিষয় নিয়ে তাদের সঙ্গে বিরোধ এর কারনে গত ১৭ সেপ্টেম্বর বিকেলে প্রতিপক্ষ মোস্তফা প্যাদার নেতৃত্বে পূর্বপরিকল্পিত ভাবে সঙ্ঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র রামদা, ছেনা, বাংলা দাও,লোহার রড ও শক্ত লাঠি নিয়ে পথরোধ করে হামলা চালিয়ে প্রথমে সরোয়ার মুসলমান ও রওশনয়ারা বেগমকে মারধর করে।আহত অবস্থায় তাদের গলাচিপা উপজেলা সাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয় এবং ঐদিন শুক্রবার রাতে থানায় অভিযোগ দায়ের করা হয়।এরই জের ধরে পরের দিন সন্ধ্যায় বসতঘর কুপিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর ও স্বর্নলংকার লুট করে নিয়ে যাওয়ার সময় বশির মুসলমানকে লোহার রড দিয়ে পিটিয়ে এবং হত্যার উদ্দেশ্য মাথায় কোপ দিয়ে গুরুত্বর জখম করে।পরবর্তী আইনের সহযোগিতা পেতে গত ২০’সেপ্টেম্বর গলাচিপা থানায় আহত সরোয়ার মুসলমান এর ছেলে রাহাত মুসলমান (২৪) বাদী হয়ে দ্বিতীয় অভিযোগ দায়ের করেন।তারা আরও বলেন আমরা আইনের সহযোগিতা পেতে গিয়ে আবার মার খেয়েছি হামলাকারীরা এলাকায় খারাপ কর্মকাণ্ডে লিপ্ত আমাদের মেরে ফেলার পায়তারা চালাচ্ছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আইনের মাধ্যমে সঠিক বিচারের পথে জানান আহতরা।
এবিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম, আর শওকত আনোয়ার ইসলাম বলেন, আমরা একপক্ষের লিখিত অভিযোগ পেয়েছি ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠিয়ে ঘটনার সত্যতা যাচাই করে আইনের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
এব্যাপারে প্রথম অভিযোগের তদন্তকারী এএসআই মশিউর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষেকে থানায় আসার জন্য বলা হলে বাদী পক্ষ আসলেও বিবাদীরা আসেনি।তিনি পরের দিন একটি মামলার সাক্ষীর জন্য ভোলার চরফ্যাশন অবস্থান করছে বলে জানান।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..