প্রিন্ট এর তারিখঃ মে ১৯, ২০২৫, ৯:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২১, ৭:১৫ পি.এম
গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী বিজিবি’র হাতে আটক

জয়নাল হাজারী, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ি মাটিরাঙ্গায় গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা,নগদ টাকা ও একটি প্লাটিনা মোটর সাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৪০ বিজিবি’র পলাশপুর জোনের বিজিবি সদস্যরা।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ঠা মার্চ) বিকেলে ৪০ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও গুইমারা রিজিয়ন ইন্টেলিজেন্স সেলের সদস্য ব্যাটালিয়ন আনসার মোঃ আলী আমজদ এর তথ্যের ভিত্তিতে বিজিবি পলাশপুর জোন এর ২নং জিপি গেইটে শান্তিপুর থেকে আগত মোটর সাইকেল চেক করে ৪ কেজি ভারতীয় গাঁজা সহ মোঃ শাহাব উদ্দিন (৩৫) ও মোঃ ফারুক হোসেন (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে ডিউটিরত বিজিবি সদস্যদরা আটক করে। এসময় তাঁদের সাথে থাকা প্লাটিনা মোটর সাইকেল (চট্ট মেট্রো হ- ১৫-৭৪৫৯) সহ নগদ ছয় হাজার তিনশত চুয়াল্লিশ টাকা ও ২টি মোবাইল সেট আটক করা হয়।
আটককৃত মোঃশাহাব উদ্দিন চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুরুম গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে এবং মোঃ ফারুক হোসেন খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর গ্রামের মোঃ আবুল কাশেমর ছেলে।
আটককৃত আসামী ও মালামাল মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy