প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৫:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২১, ১১:১৯ পি.এম
গাঁজা ও হেরোইনসহ মাদক কারবারি আটক
শহিদুল ইসলাম সোহেল নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহে ১৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইনসহ রতন মিয়া (৪৫)-নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ১৯ অক্টোবর সকালে ময়মনসিংহ নগরীর স্থানীয় মালগুদাম রেলওয়ে কলোনি এলাকা থেকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত ওসি শাহ কামাল আকন্দ গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান-আটককৃত মাদক কারবারি রতন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। তার কাছে বিপুল পরিমান মাদক মজুদ আছে এমন সংবাদের ভিত্তিতে আজ সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।তার বিরূদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy