রেখা মনি,নিজস্ব প্রতিবেদক;
শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ জানুয়ারি) সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে প্রশিক্ষণ কেন্দ্রে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি পিভিএমএস-এর রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রবিউল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বেলাল উদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাছুদার রহমান সরকার, আনসার ও ভিডিপির জেলা অ্যাডজুট্যান্ট বীরমুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা এবং আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংরেক শাখা ব্যবস্থাপক মালিক খসরু। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ডান্ট রেজাউল ইসলাম।সঞ্চালনায় ছিলেন, সুন্দরগঞ্জ আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষক আলী সরকার।
সমাবেশে বক্তারা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত করতে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সদস্যদের অবস্থান থেকে অবদান রাখার পরামর্শ দেন।
পরিচালক আব্দুস সামাদ তাঁর বক্তব্যে সদস্যদের সামাজিক অপরাধ, এবং কুসংস্কার, বিশেষ করে জঙ্গি, ইভটিজিং, মানব পাঁচার, লিঙ্গের বৈষম্য, মাদকাসক্তি এবং সমাজকে অভিশাপ থেকে মুক্ত করতে গুরুত্বের সাথে কাজ করার আহ্বান জানান।
শেষে নিজ নিজ কর্ম ক্ষেত্রে সুদৃশ্য অবদানের জন্য পুরস্কার হিসেবে আনসার ও ভিডিপির কিছু সদস্যকে বাইসাইকেল, ছাতা, সেলাই মেশিন, প্রেসার কুকার, রাইস কুকার, হটপট, প্লেট, ফ্লাস্ক ও মগ প্রদান করা হয়। সমাবেশে জেলার ৮২টি ইউনিয়ন থেকে আগত আনসার ও ভিডিপির বিপুলসংখ্যক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy