গাইবান্ধার পলাশবাড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
রেখা মনি, নিজস্ব প্রতিবেদক:
দেশে ভয়াবহ করোনাভাইরাস সংক্রমণ রোধে ঈদ পরবর্তী চলমান ১৪ দিনের কঠোর লকডাউনের তৃতীয়দিন রোবাবর (২৫ জুলাই) সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা ও জেলা প্রশাসনের পৃথক নেতৃত্বে সেনা-বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ মামলায় ৩ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।
এদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান নয়নের নেতৃত্বে সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, সেনাবাহিনীর ক্যাপ্টেন নমিতা ও এসআই আব্দুর রহমানসহ সঙ্গীয় পুলিশ টিমের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে পৃথক ২ মামলায় ২ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।
অপরদিকে; গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লোকমান হোসেনের নেতৃত্বে সঙ্গীয় বিজিবি-এর সহায়তায় পলাশবাড়ী পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ২ মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
প্রশাসনিক টিম এসময় জনসচেতনতায় ভয়াবহ মহামারি করোনা ভাইরাসের মরণ সোঁবল থেকে নিজে বাঁচতে এবং অন্যদের বাঁচাতে বিভিন্ন সতর্কতার কথা উল্লেখ করেন।এসময় সর্বস্তরের সবাইকে সুস্থ্য থাকতে ঘরে থাকার পরামর্শসহ যথাযথ সরকারি স্বাস্থ্যবিধি অনুসরন করার অনুরোধ জানানো হয়। ভ্রাম্যমান আদালতের কার্যক্রমের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy