রেখা মনি,নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দুই বারের নির্বাচিত মেয়র আব্দুল্লাহ আল মামুনকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ সরকার ডাবলু। লাঙ্গল প্রতিকে ২ হাজার ৭০৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন তিনি।
শনিবার(১৬ জানুয়ারী) রাত ৯টায় রিটার্নিং কর্মকর্তা ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফ ৯টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আব্দুর রশিদ সরকার ডাবলুকে মেয়র বিজয়ী ঘোষণা করেন।
মাত্র ১৪৬ ভোটে লাঙ্গল প্রতিকে আব্দুর রশিদ সরকার ডাবলু এই প্রথম মেয়র নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী নৌকা প্রতিকের আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ২ হাজার ৫৫৮ ভোট। পরাজিত আব্দুল্লাহ আল মানুন সুন্দরগঞ্জ পৌরসভার টানা দুইবারের মেয়র।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী খয়বর হোসেন মওলা (নারিকেল গাছ) ভোট পেয়েছেন ২৫৪০। এনডিপি’র আহসান হাবীব মাসুদ (সিংহ) পান ২৫৩০ ভোট। তাছাড়া স্বতন্ত্র প্রার্থী দেবাশীষ কুমার সাহা (মোবাইল) পেয়েছেন ৯৩৪ ভোট।
অন্যদিকে, বিএনপি’র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ (ধানের শীষ) ২০০ ভোট পেয়েছেন । এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী আল শাহাদাত জিকো (জগ) ভোট পেয়েছেন মাত্র ৪২।
নির্বাচনে মেয়র পদে সাতজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ৯টি ভোটকেন্দ্রের ৪৪টি ভোটকক্ষে পৌর এলাকার মোট ১৪ হাজার ৭১ জন ভোটারের মধ্যে ১১ হাজার ৫০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এরআগে, সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। এই পৌরসভাতে ব্যালট পেপারের মাধ্যমে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..