রেখা মনি,রংপুর
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আদুরী বেগম (২১) নামে এক গৃহবধূকে আত্মহত্যা প্ররোচনা দেয়ার অভিযোগে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ঘটনাস্থল ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে হাবিবুর রহমানের সাথে একই গ্রামের আবেদ আলীর মেয়ে আদুরীর বিয়ে হয় প্রায় তিন বছর আগে। বিয়ের পর সুখেই সংসার করছিল তারা। কিন্তু গত এক সপ্তাহ থেকে স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এরই জের ধরে গত শনিবার হাবিবুর তার স্ত্রী আদুরীকে মারপিট করে।পরে রাতে আদুরী বিষপান করলে বাড়ির লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আদুরীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আদুরীর মা অমিলা বেগম বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে জামাতা হাবিবুরসহ তার দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা করেন। লাশ গতকাল রোববার মর্গে প্রেরণ করা হয়েছে। সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করেন।