রিপন মিয়া,গাইবান্ধা : গাইবান্ধা জেলার সদরের কামারজানিতে ত্রান দিতে গিয়ে নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদে বোরহান উদ্দিন নিশাদ (২০) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
আজ শুক্রবার দুপুরের দিকে কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামের তীর ঘেঁষে ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে নিখোঁজ নিশাদ কামারজানি ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামের মতিউল আলমের ছেলে। সে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নরত।
কামারজানি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম জাকির জানান, খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস কর্মীরা প্রথমে খোঁজাখুঁজি শুরু করে পরে রংপুর থেকে ডুবরী এসে খোঁজাখুঁজি করেও সন্ধ্যা সাতটা অবধি উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, গোঘাট গ্রামে ভাঙন কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেয় নিশাদ। এ সময় নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হন তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy