প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ৩:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২১, ১:৪৩ এ.এম
গাউসিয়া কমিটি খানজাহান আলী শাখার করোনা আক্রান্ত মৃতের লাশ দাফন

গাউসিয়া কমিটি খানজাহান আলী শাখার করোনা আক্রান্ত মৃতের লাশ দাফন
জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরোপ্রধান খুলনা:
গাউসিয়া কমিটি খানজাহান আলী থানা শাখার খুলনার পক্ষ থেকে করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তি দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা (বুচিতলা) কুয়েট, ফুলবাড়িগেট এর আব্দুর রহিম (৬৫), এর গোসল ও দাফন কাফন সম্পন্ন করা হয়।
খুলনার গাউছিয়া কমিটির পক্ষ থেকে জানা যায় ,আব্দুর রহিম (৬৫), ঠিকানা :দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা (বুচিতলা) কুয়েট ,ফুলবাড়িগেটে , খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোজ বৃহস্পতিবার ভোর ৫ঃ৩০ সময় মৃত্যুবরণ করেন।
এসময় মৃতব্যক্তির বাড়ির লোকজন গাউছিয়া কমিটি খানজাহান আলী থানা শাখার লাশ দাফন কমিটির সাধারণ সম্পাদকের নিকট ফোন করেন। ফোন পেয়ে তৎক্ষণাৎ উক্ত স্থানে স্বেচ্ছাসেবী বৃন্দ উপস্থিত হন।
মৃত ব্যক্তির গোসল ও দাফন কাফন কার্যক্রম শুরু হয় সকাল ৯ ঘটিকার সময় এবং পুরোপুরি সুরক্ষা বস্র পরিধান করে অত্যন্ত সতর্কতার সাথে খানজাহান আলী গাউসিয়া লাশ দাফন কাফন কমিটি ১০টায় সম্পন্ন করেন।
করোনায় মৃত্যু ব্যক্তির লাশ দাফন কাফনের সময় সেখানে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি খানজাহান আলী থানা শাখার সভাপতি সৈয়দ আনোয়ার শাহ আল হোসাইনী। ১ নং ওয়ার্ড কমিশনার আব্দুর রাজ্জাক,সাধারণ সম্পাদক মনসুর হেলাল , সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওমর ফারুক আকাশ হাওলাদার মোহাম্মদ আমির হোসেন,উবায়দুল্লাহ, শেখ রাসেল, খাইরুল শেখ, প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy