আব্দুল্লাহ আল মামুন:
গাজীপুরের কাশিমপুরে বাড়ীর মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (১ জুন) দিবাগত রাত ২ টার দিকে গোবিন্দবাড়ী এলাকার রমজান আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। রান্না ঘরের জানালার গ্রীল কেটে ৭/৮ জনের ডাকাতদল ঘরে প্রবেশ করে রমজানের বৃদ্ধ স্ত্রীকে জিম্মি করে, পরে রমজানের ছেলে রনির মাথায় অস্ত্র ঠেকিয়ে ডাকাত দলের সদস্যরা নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় বিশ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
কাশিমপুর থানার বর্তমান অফিসার ইনচার্জ সানোয়ার জাহান এ থানায় যোগদানের পর থেকে
২৮ দিনের ব্যবধানে কাশিমপুর এলাকায় ৩টি বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটল।
এর সব ক'টি ডাকাতির ঘটনা একই কায়দায় জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা পয়সা লুটে নেয়।
এ ঘটনায় কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান বলেন, এ ডাকাতির ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাড়ীর মালিক রমজানের ছেলে রনি জানায়, শনিবার রাতে ৭/৮ জনের সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা জানালার গ্রিল কেটে বাড়ীতে প্রবেশ করে। পরে আমার বৃদ্ধ মাকে জিম্মি করে তাকে নিয়ে আমার দরজা খুলতে বাধ্য করে, পরে আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ১৯ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ বিশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পরপর কয়েকটি ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনারসহ ডিবির একটি তদন্তদল ঘটনা স্থল পরিদর্শন করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy