আব্দুল্লাহ আল মামুনঃ
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার গোবিন্দ বাড়ি এলাকায় শুক্রবার দুপুরে রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জিএমপি কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ও ইন্সপেক্টর তদন্ত মোঃ ইফতেখার হোসেন সঙ্গী ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে মরদেহের পকেটে থাকা কাগজপত্র দেখে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি কালিয়াকৈরের পাইকপাড়া এলাকার বাসিন্দা। আনুমানিক ৪০ বছর বয়সী এই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, মরদেহ শনাক্তের চেষ্টা চলছে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় বা মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি।
উল্লেখ্য, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy