গাজীপুর প্রতিনিধি
বিট পুলিশের অঙ্গিকার সন্ত্রাস, জঙ্গী, মাদকমুক্ত দেশ গড়ার এ শ্লোগানকে সামনে রেখে টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকায় বিট পুলিশিং এর ৭ নং কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে এরশাদ নগর ৩নং ব্লক এলাকায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন ডিসি দক্ষিণ (অপরাধ) জনাব মোহাম্মদ ইলতুৎ মিশ।
তিনি বলেন, পুলিশিং সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া, অপরাধ ও অপরাধীর তথ্য, বিট এলাকায় বসবাসকারী নাগরিকের তথ্য, ওয়ারেন্ট তালিকাসহ বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম পরিচালিত হবে বিট পুলিশিংয়ের মাধ্যমে।আমরা আশাকরছি পুলিশের সেবা জনগণের ঘরে পৌঁছে যাবে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে তৃণমূল থেকে অপরাধের প্রকৃত তথ্য পাওয়া যাবে। এছাড়াও মাদক,সন্ত্রাস,বাল্য বিবাহ, গুজব ইত্যাদী প্রতিরোধে বিট পুলিশিং ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহদাত হোসেন, সহকারী সিনিয়র পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম, টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহম্মেদ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শারমিন আক্তার শিরিন, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাস্টার, ৪৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গাজী আবদুল জলিলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy