প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২১, ২:২৮ পি.এম
গাজীপুরে মাদক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাশিদ আহমেদ গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও থেকে মাদক মামলায় রেজাউল করিম নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়ে আসে।
কক্সবাজার থেকে মাদক এনে টঙ্গীর বিভিন্ন কারবারিদের হাতে পৌঁছে দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রিমান্ডে থাকা আসামী জাকির হোসেন নামে এক মাদক ব্যবসায়ী পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি ছাত্রলীগ নেতা রেজাউলের কাছ থেকে মাদক নিয়ে খুচরা বিক্রি করতেন। গ্রেফতারকৃত রেজাউল করিম টঙ্গীী সরকারি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে মাদক মামলা ছাড়াও টঙ্গী পশ্চিম থানায় চাঁদাবাজির মামলা রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy