সুজন সারোয়ার, টঙ্গী ঃ সারা দেশে শ্রমিক ছাঁটাই শ্রমিক নির্যাতনসহ ১৪টি দাবিতে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় বিক্ষোভ মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের শ্রমিকরা। আজ সকাল ১০ টায় বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ১৪টি দাবি নিয়ে বিভিন্ন কারখানার প্রায় ৫০০ শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি কফিল উদ্দিন, শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সহ-সভাপতি আকাশ আহমেদ, বাংলাদেশ গার্মেন্টস ফেডারেশন গাজীপুর জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন। শ্রমিকদের দাবিগুলো হলো বে আইনিভাবে শ্রমিকদের ছাঁটাই বন্ধ করতে হবে, ছাত্রীদের শ্রমিকদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করা, বকেয়া মজুরি পরিশোধ করা, লকডাউন এখানে যে সকল শ্রমিক কর্মচারীদের নিয়োগ করা সম্ভব হয়নি তাদেরকে সরকারের সিদ্ধান্ত মোতাবেক মজুরি প্রদান করা, শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ, শ্রমিক কর্মচারীদের উপর হামলা মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবিতে শ্রমিক ফেডারশনের এই বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দেয়া হয়েছে।