শফিকুল ইসলাম গাজীপুর জেলা রিপোর্টারঃ
গাজীপুর তুরাগ নদের দূষণ রোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় এর সার্বিক সহযোগিতায় গাজীপুর জেলার টঙ্গীর শিলমুন এলাকায় পরিবেশ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় । উক্ত ভ্রাম্যমান আদালতে ডেনিম আর্ট লি: নামক জিন্স ওয়াশিং কারখানাকে ইটিপি বন্ধ রেখে ওয়াশিং কার্যক্রম এর মাধ্যমে তুরাগ নদ দূষণ করায় কারখানাটিতে ১ লক্ষ টাকা জরিমানা ধার্য পূর্বক তা আদায় করা হয় এবং দ্রুত ইটিপি মেরামত সম্পন্ন করে ফ্যাক্টরি চালু করার নির্দেশ প্রদান করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক জনাব মোঃ মমিন ভূঞা এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন গাজীপুর আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ। তুরাগ সহ গাজীপুর জেলার সকল নদ নদী দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy