প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৪:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২০, ৬:৪৩ পি.এম
গাজীপুর শ্রীপুর উপজেলা সাংবাদিকের উপর হামলা বিচারের দাবীতে মানববন্ধন
গাজীপুর শ্রীপুর উপজেলা তথ্য সংগ্রহ কালে সাংবাদিকের উপর হামলা বিচারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। এশিয়ান টিভির গাজীপুর জেলা প্রতিনিধি হোসাইন বাবুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে,গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাস্তায় সকাল ১১.৩০ মিনিটের সময় মানববন্ধন করা হয়, এতে গাজীপুর জেলা সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশে প্রায় প্রতিদিনই হামলা মামলা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে সাংবাদিকদের, সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবার আবার নতুন করে ভূমিদস্যুর বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে, হামলার শিকার হতে হয়েছে এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ হোসাইন আলী বাবুর এবং ক্যামেরাপার্সন মোঃ রাজিব প্রদান।
এশিয়ান টিভি’র গাজীপুর জেলা প্রতিনিধি হোসাইন বাবু জানান, শ্রীপুর উপজেলার ভাংনাহাটি গ্রামের রাশেদুল ইসলামের জমি ও বসতভিটা জোরপূর্বক দখল করে নিচ্ছে কতিপয় সন্ত্রাসী ভূমিদস্যু। এই বিষয়ে ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহকালে তিনি এবং এশিয়ান টিভি’র ক্যামেরাম্যান সাংবাদিক রাজিব প্রধানের উপর অতর্কিত মারধর এবং তাদের উপর দা, লাঠি, বটি, লোহার রড ও হকিস্টীক দিয়ে হামলা চালানো হয়।এসময় তাদেরকে নির্মমভাবে যখম করা হয়।সন্ত্রাসী ভূমিদস্যুরা দুই সাংবাদিকের নিকট থেকে সর্বমোট ২৪ হাজার ৫’শ নগদ টাকা লুটে নেয় এবং তাদের কাছে থাকা দুটি মোবাইল নিয়ে যায়।হামলার এক পর্যায়ে তারা দৌড়ে টেংরা বাজার সংলগ্ন স্থানে এসে চিৎকার করে এবং লোকজনের সহায়তায় তাদেরকে উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহন করেন।
ঘটনার পর এশিয়ান টিভি’র সাংবাদিক হোসাইন আলী বাবু এই ন্যাক্কারজনক হামলার প্রেক্ষিতে নিজে বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুসা খান আহবায়ক জাতীয় সাংবাদিক সংস্হা, গাজীপুর জেলা শাখা মোঃ আব্বাস উদ্দিন সভাপতি,জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম গাজীপুর জেলা শাখা,মোঃ আবু বক্কর সিদ্দিক সভাপতি,সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গাজীপুর জেলা,মোহাম্মদ তারেক রহমান জাহাঙ্গীর সাধারন সম্পাদক,জাতীয় সাংবাদিক ফোরাম গাজীপুর জেলা শাখা,মোঃ খসরু মৃধা সভাপতি,পুবাইল প্রেসক্লাব মোঃশফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম গাজীপুর জেলা শাখা,মোহাম্মদ জুয়েল পাঠান সাধারন সম্পাদক,পুবাইল প্রেসক্লাব,শেখ মনিরুজ্জামান অর্থ সম্পাদক,জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম গাজীপুর জেলা শাখা মোঃ মোস্তাকিম খান সাধারন সম্পাদক,বাংলাদেশ সাংবাদিক জোট আরো উপস্হিত ছিলেনবিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দগন। গাজীপুর জেলার, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম তার সঠিক বিচারের আশ্বাস প্রদান করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy