তফিকুল ইসলাম,কালাই(জয়পুরহাট)প্রতিনিধিঃ–
করোনাভাইরাসে কোভিট-১৯ এর কারণে সরকার ঘোষিত লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়ায় জয়পুরহাটের কালাই উপজেলার কর্মহীন হয়ে পড়া ২ শত ১১ জন প্রতিবন্ধী, দুঃস্থ, বিধবা ও অসহায় মানুষের মাঝে খাদ্যাসামগ্রী বিতরণ করেছে দাতা সংস্থা গুড নেইবারস বাংলাদেশ।
সোমবার বিকেলে উপজেলার গুড নেইবারস বাংলাদেশ-এর আয়োজনে সংস্থাটির নিজস্ব ভবন চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ’র উদ্যোগে ২ শত ১১ জন প্রতিবন্ধী,দুঃস্থ,বিধবা ও অসহায় মানুষের মাঝে পুষ্টিকর ও উন্নত মানের চাল, ডাল, তৈল, লবণ, সাবানসহ আরও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গুড নেইবারস বাংলাদেশ সংস্থাটি ২ শত ১১ জন প্রতিবন্ধী, দুঃস্থ, বিধবা ও অসহায় মানুষেরা বিতরণী ঐসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুব খুশিতে আত্মহারা হয়ে পড়েন।
সংস্থাটির খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠনে উপস্থিত ছিলেন,কালাই উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তাকুলদার,উপজেলার পরিষদের মহিলা-ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার,উপজেলার জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া,
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলার গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপি’র প্রোজেক্ট ম্যানেজার শারমিন নাসরিন ও সিনিয়ার প্রোগ্রাম অফিসার জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দরা।
Leave a Reply