মীর হাফিজুর রহমান হেপি স্টাফ রিপোর্টার:
গুরুদাসপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক। বুধবার রাত ৮টায় থানার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সম্মানে এ আয়োজন করা হয়। পরিচয় পর্বের মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়।
এতে সভাপতিত্ব করেন ওসি মো. আব্দুর রাজ্জাক। ওসি (তদন্ত) মো. মনোয়ারুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সেকেন্ড অফিসার এসআই সাদাদ হোসেন, দৈনিক দিবারাত্রীর সম্পাদক অধ্যাপক আত্হার হোসেন, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আব্দুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক এমএম আলী আক্কাছ, ভোরের কাগজের প্রতিনিধি প্রভাষক মাজেম আলী মলিন, যুগান্তর প্রতিনিধি দিল মোহাম্মদ, সংগ্রাম প্রতিনিধি আলহাজ শহীদুল ইসলাম, নাটোর কন্ঠের সম্পাদক প্রভাষক সাজেদুর রহমান, মোহনা টিভির প্রতিনিধি মিজানুর রহমান প্রমূখ।
এসময় দৈনিক দিবারাত্রীর এমডি মো. বাবুল হাসান, চলনবিল প্রেসক্লাবের সহসভাপতি জালাল উদ্দিন শুক্তি ও এমদাদুল হক মোল্লা এবং ইত্তেফাক প্রতিনিধি রাশিদুল ইসলাম, আমাদের সময় প্রতিনিধি মো. আখলাকুজ্জামান, আমার সংবাদ প্রতিনিধি আব্দুস সালামসহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা এলাকার হলুদ সাংবাদিকতা বিস্তার রোধে জোড়ালো বক্তব্য রাখেন। কার্ডধারী নামধারী চাঁদাবাজ সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকতে থানা পুলিশকে আহ্বান জানান সাংবাদিকরা। মহান সাংবাদিকতা পেশাকে ক্ষুন্নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান বক্তারা। এর আগে নবাগত ওসিকে ফুলের তোড়া দিয়ে চলনবিল প্রেসক্লাবসহ অন্যান্য সংগঠনের সাংবাদিকরা বরণ করে নেন।
শেষে ওসি আব্দুর রাজ্জাক বলেন, আমরা একে অপরের পরিপুরক। কোনো অসঙ্গতি বা ক্রাইম ঘটতে পারে এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সহযোগিতা চান এবং এলাকার আইন শৃংখলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy