হাবিবুল্লাহ পেকুয়া প্রতিনিধিঃ
ঢাকা মহানগর উত্তর গুলশান থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও গুলশান থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি মাজেম আলী লিটন গতকাল ২২ ডিসেম্বর ২০২১ সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। মাজেম আলী লিটন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মাজেম আলী লিটন এর মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। গুলশান থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হিসেবে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে মরহুম মাজেম আলী লিটন বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে তিনি গভীরভাবে বিশ^াসী ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তার শোকে ¤্রয়িমান পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
আমি মাজেম আলী লিটন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”
এছাড়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ডাকসু’র সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক জনাব আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক পৃথক শোকবার্তায় ঢাকা মহানগর উত্তর গুলশান থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও গুলশান থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি মাজেম আলী লিটন এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম মাজেম আলী লিটন ছিলেন একজন বলিষ্ঠ ও সাহসী নেতা, তার মৃত্যু গুলশান থানা বিএনপি’র জন্য বিরাট ক্ষতি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম মাজেম আলী লিটন গুলশান থানা বিএনপি-কে শক্তিশালী ও সুসংগঠিত করতে মনেপ্রাণে কাজ করে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন।
নেতৃদ্বয় শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক বিহব্বল পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy