নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাট জেলার পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নে ছাগল কিনতে এসে গৃহবধূকে হাত মুখ বেঁধে ধর্ষণের চেষ্টার ঘটনায় দুজন কে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন,জেলার পার্শ্ববর্তী বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার মহিষমুন গ্রামের শুকুর আলীর ছেলে বিদ্যুৎ হোসেন (২৫) এবং একই গ্রামের মৃত. মকবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।
এ আলোচিত ঘটনাটি গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) কোলা ইউনিয়নের কেশাইল গ্রামের এক বাড়িতে সকাল সাড়ে ১১ টার দিকে মোটরসাইকেল যোগে দুই ব্যক্তি ছাগল কিনতে আসে। বাড়িতে কেউ না থাকার সেই সুযোগে ঐ দুই ব্যক্তি গৃহবধূকে জোরপূর্বক ঘরে টেনে নিয়ে দুই হাত ও মুখ বেধে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে হাতের বাধন খুলে গেলে সে সজোরে চিৎকার করলে ঐ দুই ব্যক্তি পালিয়ে যায়। এলাকাবাসীরা তার চিৎকার শুনে ছুটে এসে ঘটনাটি শুনে থানায় খবর দিলে বদলগাছী থানা পুলিশ ঐ গৃহবধূকে থানা হেফাজতে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই ঐ দুই ব্যক্তিকে আটকের জন্য মাঠে নামে পুলিশ। রবিবার(২৮ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিত অভিযান চালিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্সসহ আসামীদের নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।
আটকের বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জাতীয় দৈনিক সূর্যোদয় কে বলেন,তদন্ত করে দ্রুত আসামীদের বাড়ী থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এবং ভুক্তভোগী ওই গৃহবধু তাদের শনাক্ত করাই। আসামীদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..