গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে একই পরিবারের ৬ জনসহ নতুন করে আরও ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮৩ জনে।
শুক্রবার (২৯ মে) রাতে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. নিয়াজ মোহাম্মদ জানান, নতুন আক্রান্তদের মধ্যে মুকসুদপুরে একই পরিবারের ৬ জনসহ আটজন, কোটালীপাড়ায় তিনজন, কাশিয়ানীতে তিনজন, টুঙ্গিপাড়ায় একজন রয়েছেন।
তিনি আরও জানান, আক্রান্তদের বাড়িসহ আশাপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেইসঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন, আর ৬১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ১২১ জন জেলার বিভিন্ন হাসপাতালে ও নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
আক্রান্তদের মধ্যে মুকসুদপুরে ১৮ পুলিশ সদস্য ও এক চিকিৎসকসহ ৪০ জন, কাশিয়ানীতে ৫১ জন, গোপালগঞ্জ সদরে চার চিকিৎসকসহ ২৩ জন, টুঙ্গিপাড়ায় ৩০ জন ও কোটালীপাড়ায় এক চিকিৎসক ও এক নার্সসহ ৩৯ জন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy