গোদাগাড়ীতে অসহায় ভাইবোনদের সম্পত্তি বুঝিয়ে না দিয়ে মাদক দিয়ে ফাঁসানোর হুমকি
কাজী মোতাহার হোসেন নিজস্ব প্রতিবেদকঃ
Facebook Twitter share
রাজশাহী গোদাগাড়ী পৌর সভার ৩ নং ওয়ার্ড় বাসিন্দা মফিজুল ইসলামের নিজের পৈত্রিক সম্পত্তি জোর করে নিয়ে রেখেছে তারই আপন ভাই পিয়ারুল ইসলাম একাধিকবার গ্রাম্য সালিশ ও সরকারি সার্ভিয়ার দ্বারা বন্টন করা হলেও মানছেন না পিয়ারুল ইসলাম উল্টো মাদক দিয়ে ফাঁসানোর হুমকি দিচ্ছেন অসহায় মফিজুল ইসলাম ও তার ভাই বোনদের কে।
Surjodoy.com
অসহায় মফিজুল ইসলাম গণমাধ্যমকর্মীদের কে জানাই : পিয়ারুল আমার আপন ছোট ভাই কিন্তু সে মাদক কারবারি সাথে জরিত তার ওনেক টাকা আইন তার হাতে সে আইন মানেনা আমি সহ আমার অন্য ভাই বোনদের থাকার জায়গা নাই অথচ সে টাকশাল বাড়িতে বসবাস করে কিন্তু আমাদের সম্পত্তি সে বোঝে দিবে দিবে করে দেই না দখল করে রেখেছে নিতে গেলে ভয়-ভীতি দেখায় এবং মাদক দিয়ে পুলিশের হাতে তুলে দিবে বলে হুমকি দেই।
The Daily surjodoy
গত ২০/০৪/২০২১ ইং তারিখে সরকারি সার্ভিয়ার ও স্থানীয় কাউন্সিলর, গণ্যমান্য ব্যক্তি দ্বারা কিছু দিন আগে আপসনামা তথা বন্টন হয়েছে সেই সময় পিয়ারুল ইসলাম মেনে নিলেও এখন মানচ্ছেন না।
The Daily surjodoy
পিয়ারুল ইসলামের আরেক ভাই বলেন,আজ আমরা সব ভাই বোন অসহায় প্রশাসনের কাছে আবেদন জানাই এই পিয়ারুল মাদকের গডফাদার তার বিয়ান মাদক সম্রাজ্ঞী"
পুলিশ কনস্টেবল তার ঘরে আছে সে আবার নাকি ডিআইজির বডিগার্ড আমরা কিছু করতে পারি না করা তো দুরের কথা বলতে গেলে আমাদের উপরে অত্যাচার শুরু করে পিয়ারুল।
The Daily surjodoy
এমনতো অবস্থায় পরিবারের সকল ভাই বোন সহ পড়েছেন বিপদে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা যাতে সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার পাই।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy