প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ১০:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২০, ৮:২৬ এ.এম
গোপালপুরে চোর অপবাদে যুবককে রাতভর নির্যাতন করায় থানায় অভিযোগ
![](https://i0.wp.com/surjodoy.com/wp-content/uploads/2020/12/IMG_20201217_152458.jpg?fit=1564%2C2136&ssl=1?v=1608258368)
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুরের ভূটিয়া এলাকার আবু হানিফের পুত্র আলমগীরকে চোর সন্দেহে রাতভর নির্যাতন করে জখম করার অভিযোগ উঠেছে। আবু হানিফ মধুপুর পৌর এলাকার মালাউড়ী গ্রামে পাট্সের দোকান পরিচালনা করেন। আবু হানিফ জানান গত শুক্রবার দিন সকালে ভূটিয়া গ্রামের আসাদ তাকে ডেকে নিয়ে মোটর সাইকেলে তুলে ভূটিয়া গ্রামের মমীন্দ্র শীলের বাড়ীতে নিয়ে নামিয়ে দেয়।
আবু হানিফ জানান, গত বৃহস্পতিবার রাতে আমার ছেলে আলমগীরকে ভূটিয়া গ্রামের রণজিৎ শীলের ছেলে গোবিন্দ শীল, বাবলু শীল, দুলাল শীল ষড়যন্ত্র করে আমার ছেলেকে চোর হিসেবে ফাসানোর জন্য আমাদের বাড়ীর রান্না ঘরে ঠিলা, পাতিল,থাল, চামিচ রেখে যায়। পড়ে রাতে আমার ছেলে আলমগীরকে ডেকে নিয়ে তার উপর রাতভর অমানবিক নির্যাতন করে। তার শরীরের বিভিন্ন স্হানে বাইরাইয়া এবং প্লাস দিয়ে পায়ের আঙ্গুল চেপে ধরে বলে স্বিকার কর তুই চুরি করেছিস। আলমগীর স্বীকার না করায় রাতভর তার উপর চলে অমানবিক এ নির্যাতন। প্লাস দিয়ে চেপে আলমগীরের পায়ের আঙ্গুল থেতলিয়ে রক্তঝরা জখম করেছে বলে কান্না বিজড়িত কন্ঠে তার পিতা আবু হানিফ এ কথা গুলো জানান। তিনি আরও জানান জোড় বলে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে এবং ৫৫ হাজার টাকা দাবী করেছে বিবাদী পক্ষ।এদিকে তার ছেলে আলমগীরের অবস্হা আশংকাজনক হওয়ায় চিকিৎসার জন্য তাকে গোপালপুর স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে আলমগীরের পিতা আবু হানিফ বাদী হয়ে গোপালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy