শামীম সরকার নিজস্ব প্রতিবেদকঃ
অটোচালক মোশারফ হত্যার দাবিতে আবারো উত্তাল গোবিন্দপুর। সর্বস্তরের জনগণ ও নিহতের পরিবারের পক্ষ থেকে বিচার না পাওয়া ও বিলম্বিত করার অভিযোগ উঠেছে উক্ত মানববন্ধনে। পরিবারের একমাত্র কর্মক্ষম মোশারফ হোসেন নিহত হওয়ায় পরিবারটি আজ অতি দুঃখ-কষ্টে দিনাতিপাত করছেন বলে জানিয়েছেন নিহতের পরিবার।
গত ২/১১/২১ ইং তারিখে রোজ মঙ্গলবার রাতে যাত্রী সেজে অটোচালক মোশাররফকে ছুরিকাঘাতে হত্যা করে অটোগাড়ি ছিনতাইয়ের সময় ওই ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যুর ঘটনা ঘটে। সেদিন এলাকাবাসী মৃত মোশারফ হোসেনের পরিবার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সহপাঠীসহ জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও কিশোরগঞ্জ জেলা মোটর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি এবং সদস্যদের সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী
দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে আজ ১৯/১২/২১ রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় আবারো গোবিন্দপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন মৃত মোশারফ হোসেনের পরিবার কোন ধরনের প্রশাসনিক সহযোগিতা পায়নি প্রশাসন ঐ পরিবারের কোনো রকম খোঁজ খবর নেয়নি। বিচারহীনতায় ভুগছেন নিহতের পরিবার।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,অটোশ্রমিক অধিকার রক্ষা কমিটির জেলা আহবায়ক আলাল মিয়া নিহত মোশারফ এর স্ত্রী বিউটি আকতার নিহতের মা সহ পরিবারের সদস্য বৃন্দ ,এবাদুল ইসলাম খায়রুল ইসলাম ফকিট,মানিক মিয়া মো জমির উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় অটোচালক গন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy