তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের হোসেনপুরে ঐতিহ্যবাহী গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ১০৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ই মার্চ) দিনব্যাপী অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জ-হোসেপুরের কৃতিসন্তান মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি: লুৎফুর রহমান মানিকের সভাপতিত্বে: বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক: এম এ হালিম, পৌর আওয়ামী লীগের সভাপতি: মুস্তাফিজুর রহমান মোবারেছ।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, আফাজুর রহমান খানের সঞ্চালনায়, এ সময় আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, একাডেমিক সুপার ভাইজার রওনক জাহান, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবী লীগের ভারপ্রাপ্ত সভাপতি: মনিরুল ইসলাম সোজাত, সাধারণ সম্পাদক শহিদ মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি: মুখলেসুর রহমান মুখলেস, সাধারণ সম্পাদক: ইয়াসিন আরাফাত শুভ। গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক: গোলাম মোস্তফা কাঞ্চন, যুগ্নসম্পাদক: শামিম আহমেদ, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি সদস্যবৃন্দ, অভিভাবকগন। কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, অতিথিবৃন্দ।
দিন ব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনের জন্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিনষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।
১৬ মার্চ (বৃহস্পতিবার) বিদ্যালয় প্রাঙ্গণে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy