ইমাম হোসেন জীবন
কুমিল্লার গোমতী নদীতে জুবায়ের আলী (৬) নামের প্রথম শ্রেনীর ছাত্র নিখোঁজ হওয়ার প্রায় আট ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধা সাড়ে সাতটায় কুমিল্লা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ জমির আলী জানান- বিকাল ৩ টায় চাদপুর থেকে ডুবুরির দল এসে প্রায় এক ঘন্টা খোঁজখুজির পর গোমতী নদীর ব্রীজের নিচে জেলের জালে আটকারত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের সৃত্রে জানা যায়- সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কুমিল্লা গোমতী নদীর আলেখারচর ব্রিজ সংলগ্নে ওই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা স্টেশনের সহকারী কর্মকর্তা বটন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ জুবায়ের আলী কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর পশ্চিমপাড়া গ্রামের দিনমজুর জাকির হোসেনের ছেলে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানা যায়- সকাল সাড়ে ৮টার দিকে জুবায়ের আলী তার সহপাঠীদের সঙ্গে গোসল করতে যায়। এক পর্যায়ে সে গোমতীর স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে সক্ষম হয়নি।
খবর পেয়ে, সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিশু শিক্ষার্থীকে নদী থেকে উদ্বারের চেষ্টা চালান। পরে চাদপুরের ডুবুরির এসে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy