প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৪:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২১, ৪:০৬ পি.এম
গোমস্তাপুরের সড়কে বড় বড় গর্ত, দুর্ঘটনার শঙ্কা
শাহিন আলম গোমস্তাপুর,
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুরের সাথে শিবগঞ্জ উপজেলার কানসাট যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্নস্থানে গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
সড়কটির চৌডালা ইউনিয়নের মাদ্রাসা মোড়ে ব্যাপক গর্তের সৃষ্টি হয়েছে।
সরোজমিনে গিয়ে দেখা গেছে চৌডালা ইউনিয়নের আস্তার রহমান সেতু পার হয়ে চৌডালা কলেজ ও মাদ্রাসার মধ্যবর্তীস্থানে ব্যাপক খন্দকের সৃষ্টি হওয়ায় ছোট ছোট যানবাহন ও মানুষ চলাচলে অসুবিধা সৃষ্টি হচ্ছে।
বর্ষার মৌসুম হওয়ায় গর্তগুলিতে পানি জমে রয়েছে। রাস্তায় বড় বড় যানবাহন চলাচলের কারণে পানি ও ধুলোবালি মিশিয়ে কাদার সৃষ্টি হয়েছে। ফলে চলাচলসহ এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে চৌডালা ইউপি চেয়ারম্যান শাহ আলম বলেন, আসলেই সড়কটি চলাচলের উপযোগী নয়।
বর্তমানে মানুষ চলাচল ও যানবাহন চলাচলের জন্য আমরা ভরাট দিয়ে সড়কটিকে সমান্তরাল করার চেষ্টা করছি। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তারা সরেজমিন পরিদর্শন করে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছেন।
সড়ক ও জনপথ বিভাগের চাঁপাইনবাবগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী রুবেল উদ্দিন জানান, সড়ক ও জনপথ বিভাগ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির তালিকা প্রস্তুত করেছে।
যেহেতু বর্ষার মৌসুম তাই মেরামতকাজ একটু বিলম্ব হচ্ছে। তবে খুব দ্রুত পর্যায়ক্রমে এই জেলার সমস্ত ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত ও সংস্কার করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy