প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১০:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২১, ১০:০৭ পি.এম
গোমস্তাপুরে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ইজারাদারকে জরিমানা
গোমস্তাপুর প্রতিনিধিঃ
গোমস্তাপুরে অতিরিক্ত টোল আদায়ের দায়ে মকরমপুর সৈয়দ সুলতান সেতুর ইজারাদার শফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির এ জরিমানা প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, একটি ঔষধ কোম্পানীর সরবরাহকৃত জীপ (কভার ট্রাক) গাড়ী মকরমপুর সৈয়দ সুলতান সেতুু পার হচ্ছিল। এ সময় ইজারাদারের লোকজন ওই গাড়ীর আদায় রশিদে ৪০ টাকার পরিবর্তে দিগুনের অধিক ১০০ টাকা টোল আদায় করছে।
বিষয়টা তারা উপজেলা প্রশাসনকে অবহিত করে। পরে আদায় রশিদে অতিরিক্ত টাকার নেয়ার সত্যত্যা পায়।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির ইজারাদার শফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy