
শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুরে ১নং খাস খতিয়ান ভুক্ত ৯ একর জমি দখলমুক্ত করতে সরেজমিন পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) দেবেন্দ্রনাথ উঁরাও। রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলামের পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করে তিনি ওই জায়গায় লাল পতাকা টাঙ্গিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার নজির, উপজেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম, পৌর কাউন্সিলরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য সষ্ট পরিবেশ ফিরিয়ে আনতে রহনপুর পুরাতন বাজার হতে গরুর হাট সরিয়ে ওই জায়গায় হাটটি বসানোর জন্য জেলা প্রশাসক বরাবর চিঠি দেন পৌর মতিউর রহমান খান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply