প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২১, ১:৪০ এ.এম
গোমস্তাপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর খাদ্য গুদামে এ কার্যক্রমের আয়োজন করা হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক উজ জামান, রহনপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা নাসরিন, মেসার্স নজরুল অটো রাইসমিল মালিক খাদেমুল ইসলা। উল্লেখ্য, চলতি বছর আমন মৌসুমে অভ্যন্তরিণ ধান সংগ্রহ অভিযানে লটারীর মাধ্যমে কৃষকদের কাছ থেকে ৫১৭ মেট্রিকটণ ধান ও ৫৫ জন মিলারের কাছ থেকে ১ হাজার ৮৪১ মেট্রিকটন চাউল সংগ্রহ করবে বলে খাদ্য গুদাম সূত্রে জানা গেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy