শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক আদিবাসী নারী( ৪০) কে ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রায় ১ মাস পর অভিযোগ নিয়েছে গোমস্তাপুর থানা পুলিশ। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে সোমবার গোমস্তাপুর থানায় ২য় দফায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত ২৩ অক্টোবর একই অভিযোগ দায়ের করলে পুলিশ তা অ স্বীকার করে। সোমবার থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রাইহোগ্রাম পূর্বপাড়ার এক আদিবাসী নারী গত ১৩ অক্টোবর জমিতে কাজ করার সময় প্রতিবেশি মৃত শমসের আলীর ছেলে সামাদ আলী(৪৫) তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে সে পালিয়ে যায়। এ ঘটনায় ওই নারী সোমবার গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ প্রসঙ্গে গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, আদিবাসী নারীর অভিযোগটি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..