প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২১, ১০:৫৫ পি.এম
গোমস্তাপুরে ইউপি সদস্য সাময়িক বরখাস্ত
শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জনৈক মহিলার দুঃস্থ মাতার কার্ডের চাল আত্মসাতের অভিযোগে রহনপুর ইউপির( ৭,৮ ও ৯ নং) ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপির সদস্য সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রনালয়। গত ১ সেপ্টেম্বর মন্ত্রনালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব আবুজাফর রিপন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের দুঃস্থ মাতা এরিনা বেগমের জন্য কার্ডে বরাদ্দকৃত সরকারি চাল তাকে না দিয়ে আত্মসাৎ করায়
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের নিকট অভিযোগের প্রেক্ষিত তদন্তপূর্বক তার বিরুদ্ধে এ শান্তিমূলক ব্যবস্থা নেয়া হয় বলে জানা গেছে।
এ বিষয়ে ওই ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আনসারীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,বিষয়টি আমি শুনেছি। তবে এখনও অফিশিয়াল কোন কাগজপত্র পায়নি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy