প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৮:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২১, ৮:৫৭ পি.এম
গোমস্তাপুরে উন্মুক্ত জলাশয়ে মাছ আহরনের দাবিতে জেলেদের মানববন্ধন
শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রামদাস বিল এলাকায় জল মহলের ইজারাকৃত জমির বাইরে ব্যক্তি মালিকানাধীন জমিতে মাছ আহরণের দাবি জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে রাধানগর ও রহনপুর ইউনিয়নের মৎস্যজীবিরা।
রোববার সকালে উপজেলা পরিষদ চত্তরে ঘন্টাব্যাপী চলা মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি জমা দেন জেলেরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মৎস্যজীবি আলমাস আলী, আজমুল হক, দেলুয়ার হোসেনসহ অন্যরা।
মানবন্ধনে বক্তারা বলেন লিজকৃত জলাশয় বাদে উন্মুক্ত জলাশয়ে জেলেরা মাছ ধরে পরিবার পরিজন নিয়ে কোনো রকমে জীবিকা নির্বাহ করে। কিন্তু ইজারাদাররা গত কয়েকদিন যাবত উন্মুক্ত জলাশয়ে মাছ আহরন বন্ধ করাসহ জেলেদের নানাভাবে হুমকি প্রদান করছে। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy