শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধিঃ
সারা দেশে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অংশ নিচ্ছে ৩ হাজার ৩শ২৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে এইচএসসিতে২ হাজার ৪শ ৩৯ জন, এইচএসসি (বিএম) ৫ শ ৮০জন ও আলিম পরীক্ষায় ৩শ১০ জন। এবার উপজেলার ৪ টি কেন্দ্রে এইচএসসি, ১ টি কেন্দ্রে এইচএসসি (বিএম) ও ১ টি কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রসাদপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষায় অংশ নিবে ৩১০ জন, রহনপুর ইউসুফ আলী সরকারী কলেজ কেন্দ্রে১০১৬ জন,রহনপুর মহিলা কলেজ কেন্দ্রে ৫০৮ জন, গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রী কলেজ কেন্দ্রে৭৫০ জন,চৌডালা জোহুর আহমেদ কলেজ কেন্দ্রে১৬৫ জন ও গোমস্তাপুর টিবিএম কলেজ কেন্দ্রে এইচএসসি(বিএম) পরীক্ষায় ৫৮০ জন পরীক্ষার্থী রয়েছে। এদিকে সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..