প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৮:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২১, ২:০৭ পি.এম
গোমস্তাপুরে করণা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু
গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে করোণা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের জাহিদনগর গ্রামে নিজ বাড়ীতে সে মারা যায়।মৃত ব্যক্তি ওই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মোখলেসুর রহমান ওরফে বিশুদ্ধ হাজী (৭৮)।স্থানীয়রা জানায় মারা যাওয়া ঐ ব্যক্তি গত কয়েকদিন যাবত জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত বৃহস্পতিবার তিনি করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেছেন বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ পারভেজ জানান।
এদিকে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ব্যক্তির এন্টিজেন টেস্টে করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।এ নিয়ে উপজেলায় এখন পর্যন্ত ৪ জন করোনা পজেটিভ হলেন।তারা সকলেই হোম আইশলেসনে রয়েছেন বলে করোনা মনিটরিং অফিসার ডাঃ হাসান আলী জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy