প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৫, ১২:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২১, ৫:৩৫ পি.এম
গোমস্তাপুরে কালভার্ট ভেঙ্গে বেহাল অবস্হা: জনদুর্ভোগ চরমে
গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর-সাহাপুর রাস্তার একটি কালভার্ট ভেঙে বেহাল অবস্থা। চলাচল করতে পারছে না ছোট-বড় যানবাহনগুলি। এতে চরমদুর্ভোগের শিকার এলাকাবাসী।বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর -সাহাপুর সড়ক চাঁপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি লিমিটেড এর দক্ষিণ পাশের ২০০মিটার দূরে।
এ বিষয়ে ১নং ওয়ার্ড ইউপি সদস্য মনিরুল ইসলাম এর সাথে কথা বলে জানা যায়, এই সড়কের বক্স কালভার্টটি এক মাস আগে থেকে ভাঙ্গা শুরু হয়েছে, গত ৭দিন হলো এ রাস্তা দিয়ে একটি বড় গাড়ি যাওয়ার পথে কালভার্টটি আরো ভেঙে যায়। দুর্ভাগ্যক্রমে সেই গাড়িটি বেঁচে যায়। এই রাস্তা দিয়ে ছোট-বড় অনেক যানবাহন চলাফেরা করে।এখন কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় রাস্তা দিয়ে বড় গাড়ি চলাচল করতে পারছে না এবং ছোট গাড়ি পারাপার হলেও ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। আর রাস্তার দুই ধারে অনেক ফসলি জমি থাকায় সেখানে কৃষক-শ্রমিক যেতে অনেক সমস্যা হচ্ছে। সামনে বোরো ধান কৃষক মাঠ থেকে কেটে নিয়ে এই রাস্তা দিয়ে আসতে পারবে না।রাতে চলার পথে অনেকেই গর্তে পড়ে যায়।তাই আমরা দ্রুত এ কালভার্টটির সংস্কারের দাবি জানাচ্ছি।
অপরদিকে ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শুকুরূদ্দিন জানান, কালভার্টটি ভাঙ্গা আছে গত এক মাস আগে থেকে উপজেলা এলজিইডি অফিসে সংস্কারের জন্য আবেদন করেছি। দ্রুত সংস্কার করা হবে বলে আমাদের আশ্বস্ত করেছে উপজেলা এলজিইডি অফিস।
বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলী এলজিইডি কর্মকর্তা নুরুল আফসার মোহাম্মদ সুলতানুল ইমাম এর সাথে কথা বলে জানা যায়,এই কালভার্টটি ভেঙে আছে আমরা অভিযোগ পেয়েছি।দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এর সংস্কারের জন্য।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy