শাহিন আলম,গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র অঞ্চলের অম্লীয় মৃত্তিকা ব্যবস্থাপনা ও টেকসই ফসল উৎপাদন এবং মাটির উর্বরতা বৃদ্ধির জন্য ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রযুক্তি ব্যবহার বিষয়ক গবেষণা প্লটের ফসল কর্তনের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউটের আয়োজনে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর মাঠে ফসল কর্তনের উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহীর চেয়ারম্যান আকরাম হোসেন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নুরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, কৃষক তৈমুর রহমানসহ অন্যরা।