প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২১, ২:৪৬ এ.এম
গোমস্তাপুরে গরুর খামার থেকে ১৫টি গরু ডাকাতি
শাহিন আলম,গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গরুর খামার থেকে ১৫টি গরুর ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টা ৩০মিনিটে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গড়বাড়ি গরুর খামার থেকে গরুগুলো নিয়ে যায় দূর্বিত্তরা।
গরুর খামারের মালিক আসরাফুল ইসলাম জানান, শুক্রবার রাত ১টা ৩০মিনিটে আমি আর আমার স্ত্রী খামারের মধ্যে ঘুমিয়ে ছিলাম।৫জন ডাকাত খামারের বাঁশের বাতা কেটে ঢুকে আমাকে পুলিশের লোক বলে পরিচয় দিয়ে তোমার এখানে মাদক আছে বলে তল্লাশি করবো বলে খামারে ঢুকে পড়ে। তারপর আড্ডা-সাপাহার সড়কের জিনারপুর গড়বাড়ি কালভার্টের পাশে ধানের খেতে হাত ও পা বেঁধে আমাদের ফেলে রেখে ধানক্ষেত দিয়ে গরুগুলো দূর্বিত্তরা নিয়ে চলে যায়। কোনরকমে হাত পায়ের বাঁধন খুলে খামারের মালিক আসরাফুল ইসলাম চিৎকার করে ডাকা ডাকি করলে তার ভাই মিজানুর রহমান বাড়ি থেকে বের হয়ে আকস্মিক ঘটনা দেখে হতবাক হয়ে যায়।তিনি তাৎক্ষণিক তার ছেলে শাহীনকে পুলিশকে খবর দিতে বলে। শাহীন তার মোবাইল নং ০১৭১০-৭৭৩১৮০ থেকে রাত ৪টা ২৫মিনিটে ৯৯৯ এ পুলিশি সহযোগিতা চেয়ে কল দেই। পুলিশ আসতে দেরী হওয়ায় আবার ৪টা ৩৭মিনিটে ও ৪টা ৫৭ মিনিটে ৯৯৯ এ পুনরায় কল দেয়া হয়। কিন্তু তিন ঘণ্টা পরে পুলিশ উপ-পরিদর্শক বদিউজ্জামান ঘটনাস্থলে সকাল ৭টায় আসলে ক্ষোভ জানান খামার মালিক আসরাফুল ইসলাম।
ঘটনাস্থাল অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান ও সহকারী পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামছুল আজম ও গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস পরিদর্শন করেন?
এ প্রসঙ্গে গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, এ ঘটনায় ওই গৃহকর্তা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। লুট হওয়া গরু উদ্ধার ও এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিভিন্ন টিম কাজ করছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy