প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ৩:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২১, ৭:৫৯ পি.এম
গোমস্তাপুরে ট্রাক চাপায় ১ মোটরসাইকেল আরোহী নিহত

শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক চাপায় আফসার আলী(৬৪) নামে এক মটর সাইকেল আরোহী নিহত ও অপর আরোহী মাইনুল আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রহনপুর- চাঁপাইনবাবগঞ্জ সড়কের নিমতলা কাঠাল এলাকনা ঘটে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, উপজেলার রহনপুর- চাঁপাইনবাবগঞ্জ সড়কের নিমতলা কাঠাল এলাকায় একটি ট্রাক একই দিক থেকে আসা একটি মটর সাইকেলকে চাপা দেয়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় দুই মটর সাইকেল আরোহীকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফসারকে মৃত ঘোষণা করে। এবং অপর আরোহী মাইনুলকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় ঘাতক (ঝিনাইদাহ ড- ১১.০০৮৯) ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy