প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৯:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২১, ১০:৪৭ পি.এম
গোমস্তাপুরে দূর্ধষ ডাকাতির ঘটনায় ৬ পুলিশ সদস্য প্রত্যাহার হলেন যারা

শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শুক্রবার রাতে দূর্ধষ ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। শনিবার জেলা পুলিশ সুপার আব্দুর রকিবের নির্দেশে তাদের পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন গোমস্তাপুর থানার উপপরিদর্শক বদিউজ্জামান, কনস্টেবল রহিম,বিপ্লব, শফিকুল ও পুলিশ এর বিশেষ শাখা ডিএসবির (এসআই) গাজী নুরুল ইসলাম,এএসআই আমিনুল ইসলাম
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যাহারকৃতদের মধ্যে ২ জন উপপরিদর্শক,১ জন সহকারী উপপরিদর্শক ও ৩ জন পুলিশ কনস্টেবল রয়েছেন। উল্লেখ্য, শুক্রবার রাত ২ টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামে ডাকাতির এ ঘটনা ঘটে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy