গোমস্তাপুরে নিখোঁজের দুদিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার
শাহিন আলম গোমস্তাপুর প্রতিনিধিঃ
Facebook Twitter share
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের দুদিন পর মহানন্দা নদী থেকে ভাসমান অবস্থায় রইসউদ্দিন(৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার কাশিয়াবাড়ী দূর্গাপুর ঘাট থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
Surjodoy.com
নিহত রইসউদ্দিন উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভবানীপুর গ্রামের জবদুল হকের ছেলে।
নিহতের পিতা জবদুল হক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার ১০টার দিকে রইসউদ্দিন বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান পাননি।
The Daily surjodoy
আজ সকাল ১০টার দিকে কাশিয়াবাড়ী দূর্গাপুর ঘাট এলাকার স্থানীয়রা মহানন্দা নদীতে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীলিপ কুমার দাস ঘটনাটি নিশ্চিত করে বলেন,
The Daily surjodoy
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভবানী পুর গ্রামের ইমদাদুল ও মোস্তাকিম নামে দুজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তবে নিহতের পরিবারের দাবী রইসউদ্দিনকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy